Back Home Tricks ফর্সা হবার সেরা ৫ উপায় দেখে নিন! হয়ে যান সবার চেয়ে ফর্সা
BDBoiGhor.com

ফর্সা হবার সেরা ৫ উপায় দেখে নিন! হয়ে যান সবার চেয়ে ফর্সা

মোবাইল দিয়ে ফ্রি তে ইনকাম করুন হাজার হাজার টাকা, বিস্তারিত জানতে ভিজিট করুন

জন্মগতভাবে আমরা একেকজন একেক ধরনের গায়ের রং পাই। কেউবা ফর্সা, কেউবা শ্যামলা। গায়ের রং চাপা হলে তা নিয়ে মন খারাপ করেন অনেকেই। আরেকটু উজ্জ্বল ত্বক পাওয়ার বাসনা থাকে তাদের। আবার জন্মগতভাবে ফর্সা ত্বক পেয়েও ধুলোবালি আর রোদের কারণে তা হারাতে বসেন অনেকেই। একারণে ত্বকের চাকচিক্যতা ধরে রাখার জন্য সেই সময় নানারকম ক্রিম ব্যবহার করে থাকেন। তা সত্ত্বেও সেসব ক্রিম কেমিক্যালযুক্ত হওয়ার কারণে তা ত্বকের জন্য অলটাইম কল্যাণময় নাও থেকে পারে। তাই ফর্সা পেতে মেনে চলতে পারেন এই উপায়গুলো-

পেঁপে আর ডিমের মাস্কপেঁপে আর ডিম একসঙ্গে ইউজ করলে ত্বকের রঙ ধীরে আস্তে ফর্সা হচ্ছে আর পাতলা হবে। তার সাথে আসতে চলেছে একটা সুন্দর উদ্ভাসিত ভাব। ডিমের আমিষ ত্বককে টানটান রাখবে। এর সাথে দই যখন যোগ হবে তখন তা আপনার স্কিনকে ভিতর থেকে ক্লিয়ার করবে।

৩ চামচ পেপের রস, ২ চামচ দই, ৪ চামচ অ্যাপেল সিডার ভিনিগার, ৩ চামচ আমন্ড অয়েল, গ্লিসারিন ও ১টি ডিমের অংশ নিন। গ্লিসারিন আর ডিম ছাড়া বাকি সবকটি উপাদান একটি পাত্রে নিয়ে সুন্দর করে মিশিয়ে নিন। একটা ঘন পেস্ট মতো তৈরি হবে। সেটি এই যাত্রায় ফ্রিজে রেখে দিন ঘণ্টা দুয়েকের মতো। তারপর বের করে তাতে দিন গ্লিসারিন আর ডিমের ধবল অংশ। প্রচুর চমৎকার করে মেশান। এ পেস্ট মুখে মাখুন আর রেখে দিন প্রায় ২০ হতে ২৫ মিনিট। অতঃপর পাতলা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

বেসন আর লেবুর রসের প্যাকত্বকের জন্য বেসন বেশ উপকারী। আর এর একসাথে লেবু অত্যন্ত পরিষ্কারভাবে ত্বককে ক্লিয়ার করে।
৩ চামচ বেসন, ২ চামচ লেবুর রস, ১ চামচ হলুদ গুঁড়া ও অল্প গোলাপ জল নিন। সবকটি উপকরণ প্রচুর বেশ ভালো করে ১টি পাত্রে মিশিয়ে নিন। এরপর তা মুখে মাখুন। মিশ্রণটা মুখে শুকোতে দিন। তারপর হালকা উত্তাপ জল দ্বারা মুখ ধুয়ে নিন। এটা আপনি সপ্তাহে দুদিন করতে পারেন। হলুদ আপনার ত্বকে চাকচিক্যতা বাড়াবে আর এর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপকরণ কোনো রকম আঁচড় হতে দেবে না।

মধু আর লেবুর রসের প্যাকলেবুর রস মুখ পরিষ্কার করে, ডিটক্সিফাই করে সেটা তো আমরা সবাই জানি। সঙ্গে মধু অত্যন্ত চমৎকার ভাবে মুখের ময়েশ্চার ধরে রাখে। এজন্য এই মাস্ক তা সত্ত্বেও অনেক কার্যকরী।

২ চামচ মধু এবং ২ চামচ লেবুর রস নিন। দুইটি উপকরণ মিশিয়ে মুখে মাখতে হবে। তারপর তা রেখে দিতে হবে ২০ মিনিট। এরপর পাতলা উত্তাপ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সপ্তাহে তিন দিন এটা করাই যায়।

দুধ আর লেবুর রসের প্যাকদুধ ত্বকের জন্য যে চমৎকার তা আমরা সকলে জানি। এটি ত্বককে পরিষ্কার করে, কোমল রাখে। ৩ চামচ দুধ, ২ চামচ লেবুর রস, ১ চামচ মধু এবং হলুদ গুঁড়া নিন। একটি পাত্রে দুধ নিয়ে তাতে বাকিসব উপাদান মেশান। তারপর এ প্যাক মুখে মাখুন। শুকোতে দিন আর উত্তাপ পানি দ্বারা ধুয়ে নিন। মুখে সঙ্গে সঙ্গে একটা ঔজ্জ্বল্য দেখতে পাবেন। সপ্তাহে এক দিন করে করুন।

টমেটো আর মধুর প্যাকমুখে যদি রোদের থেকে হওয়া পোড়া দাগ থাকে বা মুখ অতিরিক্ত কালো হতে শুরু করে, তাহলে এটা ব্যবহার করুন। টমেটো এই দাগ প্রচণ্ড পরিষ্কারভাবে পাতলা করতে পারে।

একটি টমেটো ও ৪ চামচ মধু নিন। একটি পাত্রে প্রথমে টমেটো চটকে নিন। তার মধ্যে মধু মিশিয়ে ভালো করে মেশান। এ প্যাক মুখে মেখে রেখে দিন ২০ মিনিট মতো। তারপর পানিতে ধুয়ে নিন। মুখ সাথে সঙ্গেই তরতাজা লাগবে।

156976

Comments

0

স্পনসর