Back Home Facebook Tricks Messenger এ bubbles এর পরিবর্তে chat head অপশন চালু করুন যেকোন Android Version এ।
BDBoiGhor.com

Messenger এ bubbles এর পরিবর্তে chat head অপশন চালু করুন যেকোন Android Version এ।

মোবাইল দিয়ে ফ্রি তে ইনকাম করুন হাজার হাজার টাকা, বিস্তারিত জানতে ভিজিট করুন

আসসালামু আলাইকুম।
মেসেঞ্জারে bubbles নামে একটি অপশন আছে।
আমরা সবাই জানি messenger এ chats head নামে একটা অপশন আছে। তার পরিবর্তে এন্ড্রয়েডের ১০ এর উপরের ভার্সন গুলো তে bubbles নামের অপশন বসিয়ে দিয়েছে ফেসবুক। আপডেট টা অনেক। আগের কিন্তু, এই আপডেট টা অনেকেরই পছন্দ না তারা চাচ্ছেন যে এই আপডেট টা চেইঞ্জ করে আগের chat heads অপশন টা ফিরে পেতে।
আজকের এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের পোস্টে chats head অপশন চালু করবেন।
প্রথমে দেখুন আমার বাবলস:
তো এটাকে অফ করে চ্যাট হেড অন করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
App cloner
এই অ্যাপ টি ডাউনলোড করার পর ওপেন করুন

এরপর মেসেঞ্জার সিলেক্ট করুন

এর পর developers option এ ক্লিক করুন।

এরপর android version এ ক্লিক করুন

এরপর এখানে 10 লিখে ok তে ক্লিক করুন

এরপর cloning অপশনে ক্লিক করুন।

সবার নিচের অপশন টি অন করে দিন।

আবার ব্যাকে এসে এটায় ক্লিক করুন।

এরপর install app


এরপর আগের অ্যাপ টি কেটে দিন।

নতুন install করা মেসেঞ্জারে chats head অপশন চালু হয়ে গেছে।
এখন আগের নিয়মে অন করুন।





দেখুন চালু হয়েছে। 🥰

তো আজ এই পর্যন্ত

অনলাইনে ইনকাম করুনঃ ইনকাম অ্যাপ

আমাদের সাইটঃ BDBoighor.com

156659

Comments

1

prothom

উপার্জনকারী Time: 2 years ago

App Cloning করলে Crush হয় প্রচুর,

স্পনসর