বিয়ে ও আমাদের সমাজ
মসজিদের প্রথম কাতারের লোকটাও অঢেল সম্পদ ছাড়া মেয়ে বিয়ে দেন না। 'দুনিয়ার জীবন অতি তুচ্ছ' টপিকে ঘন্টার পর ঘন্টা বয়ান করা তাবলিগি ভাইটাও বিশাল বাড়ি ছাড়া মেয়েকে পাত্রস্থ করেন না।
পর্দাশীল মেয়েগুলো প্রতি নামাজের পর সরকারি চাকুরিজীবী দ্বীনদার পাত্র চেয়ে দুআ করে। ছেলে বিসিএস ক্যাডার কিংবা সরকারি চাকরিজীবী হলে তাদের ইস্তিখারার রেজাল্ট সবসময় পজেটিভ আসে। অন্যথায় নেগেটিভ।🙃
বাবা, ছেলে, মেয়ে সবাই আলেম-আলেমা। পাত্র তাদের পছন্দ। শিক্ষিত, যোগ্য, জ্ঞানী ছেলে। একটা ফ্যামিলিকে তিনবেলা পেট ভরে খাওয়ানোর মতো রুটি-রুজি তার আছে। নেই শুধু একখানা বাড়ি। বিয়েটা আর হয় না। এটাই বাস্তবতা 🙃
নিছক স্বাবলম্বী পাত্র খোঁজা অন্যায়ের কিছু নেই। ফ্যামিলি চালানোর মতো সামর্থ্য থাকার বিষয়টা ইসলামও গুরুত্বের চোখে দেখে। কিন্তু বাড়ি, গাড়ি, অঢেল সম্পদ থাকতেই হবে,এমন শর্তের যৌক্তিকতা কী? নাকি আত্মীয়-স্বজন আর পড়শীর কাছে নিজের প্রেস্টিজ বজায় রাখতেই এমন শর্ত? যদি তাই হয় তাহলে আপনাদের মুখে ওই দ্বীনদারির কথা মানায় না।
মুখে মুখে যতোই বলুক ধার্মিক পাত্র চাই, ধার্মিক পাত্র চাই। বাস্তবতা তো হলো এই যে, গাড়ি বাড়ি আর টাকার পিছনেই সবাই দৌড়ায়🙃।😭😭
Comments